Fri, 22 Aug 2025 22:31:06 +0530

Honda CB 125 Hornet: গোটা গেমটাই বদলে দিতে এল Honda এই নতুন মোটরসাইকেল

Honda CB 125 Hornet: গোটা গেমটাই বদলে দিতে এল Honda এই নতুন মোটরসাইকেল


নতুন Honda CB 125 Hornet যেন একেবারে বাজির ঘোড়া! এতদিন 125cc সেগমেন্ট মানেই ছিল সাধারণ কমিউটার বাইক। এবার সেই গতানুগতিক ধারা ভেঙে স্পোর্টস ফাইটার হিসেবে মঞ্চে নামল এই হর্নেট। টিভিএস Raider 125 আর Hero Xtreme 125R যখন দাপিয়ে বেড়াচ্ছিল, তখন হঠাৎ বাজ পড়ার মতো এলো হোন্ডার এই আগ্রাসী অস্ত্র।

নতুন হোন্ডা CB 125 Hornet ভারতের বাজারে আত্মপ্রকাশ করল, যা এবার সরাসরি টক্কর দেবে TVS Raider 125 এবং Hero Xtreme 125R-এর সঙ্গে। এই বাইকটি হোন্ডার 125cc স্পোর্টি সেগমেন্টে প্রবেশের প্রতীক, যেখানে আধুনিক ডিজাইন, ৪.২ ইঞ্চির TFT ডিসপ্লে, ইউএসডি ফর্ক, স্প্লিট সিট এবং Honda Roadsync-এর মতো ফিচার রয়েছে। ১ আগস্ট থেকে শুরু হচ্ছে বুকিং। লঞ্চের সময়েই দাম প্রকাশ করবে হোন্ডা।

বহু বছর ধরে ১২৫সিসি কমিউটার সেগমেন্টে আধিপত্য দেখানোর পর এবার Honda প্রবেশ করল স্পোর্টি ১২৫সিসির দুনিয়ায়—নতুন CB 125 Hornet নিয়ে। নতুন Honda CB 125 Hornet যেন একেবারে বাজির ঘোড়া! এতদিন 125cc সেগমেন্ট মানেই ছিল সাধারণ কমিউটার বাইক। এবার সেই গতানুগতিক ধারা ভেঙে স্পোর্টস ফাইটার হিসেবে মঞ্চে নামল এই হর্নেট। টিভিএস Raider 125 আর Hero Xtreme 125R যখন দাপিয়ে বেড়াচ্ছিল, তখন হঠাৎ বাজ পড়ার মতো এলো হোন্ডার এই আগ্রাসী অস্ত্র। কী কী চমক থাকছে নতুন CB 125 Hornet-এ চলুন দেখে নেওয়া যাক।

Honda CB 125 Hornet

এই নতুন মডেলের মাধ্যমে Honda, টিভিএস Raider 125-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে—যে বাইক প্রথমে এই সেগমেন্টে জনপ্রিয়তা পেয়েছিল। সঙ্গে টার্গেটে রয়েছে Hero Xtreme 125R-ও, যা বর্তমানে টিভিএস-এর কড়া প্রতিদ্বন্দ্বী। Honda এই স্পোর্টি ১২৫সিসি বিভাগে প্রবেশ করে বাজারে তাদের শেয়ার বাড়াতে চায়।

Honda CB 125 Hornet এর স্টাইলিং ও ফিচার্স

ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, জাপানি নির্মাতা Honda এই বাইকের ডিজাইনে আগ্রাসী স্টাইল অনুসরণ করেছে। সামনে রয়েছে অ্যাঙ্গুলার LED হেডল্যাম্প, যা বাইকটিকে আরও শার্প লুক দেয়। এছাড়াও প্রথমবারের মতো এই সেগমেন্টে দেওয়া হয়েছে USD ফ্রন্ট ফর্ক ও স্প্লিট সিট।

বাইকটিতে রয়েছে ৪.২ ইঞ্চির TFT ডিসপ্লে, যা Honda Roadsync অ্যাপ সাপোর্ট করে। সেইসঙ্গে থাকছে USB চার্জিং পোর্ট, সিঙ্গল-চ্যানেল ABS ও ফুল এলইডি লাইটিং সিস্টেম—সবই স্ট্যান্ডার্ড ফিচার।

এই বাইকটি চারটি রঙে পাওয়া যাবে এবং ১ আগস্ট থেকে বুকিং শুরু হবে। দাম লঞ্চের সময় ঘোষণা করা হবে বলে আশা।

you may also like

  • by kg
  • 2024-11-28 08:22:48
test
  • by Sangita saha
  • 2023-04-22 10:16:21
সস্তায় Nova র মিনি AC