Sat, 23 Aug 2025 01:14:30 +0530

ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ ইন্টারেস্ট

প্রবীণ নাগরিকরা পাবেন আরও বেশি


ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ ইন্টারেস্ট দিচ্ছে এই ব্যাঙ্ক, প্রবীণ নাগরিকরা পাবেন আরও বেশি

 ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) মনিটরি পলিসি কমিটির আরও একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যার ফলাফল আগামী বুধবার সামনে আসবে। মূলত, এই বৈঠকটি আজ থেকেই শুরু হয়েছে। এই বৈঠকে নতুন রেপো রেট নির্ধারণ করা হতে পারে। পাশাপাশি, বিশেষজ্ঞেরা মনে করছেন সেটি আরও বাড়ানো হতে পারে।
এমতাবস্থায়, যদি এই রেট বৃদ্ধি পায় সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য টার্ম ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার আরও বাড়বে। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের এমন একটি ব্যাঙ্ক সম্পর্কে জানাবো যেটির মাধ্যমে আপনার মূলধন প্রায় ৯ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারে। মূলত, ভারতে এমন অনেক ব্যাঙ্ক রয়েছে যেগুলি বর্তমানে ৯ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। সেগুলির মধ্যে বেশিরভাগই হল প্রাইভেট ব্যাঙ্ক এবং স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। তবে, আমরা যে ব্যাঙ্কটির বিষয়ে আলোচনা করব সেটি কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে রেজিস্টার্ড রয়েছে।


জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank)

 
তার গ্রাহকদের ৮.৮ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। এদিকে, ফিক্সড ডিপোজিটের সুদের তথ্য অনুসারে, এই ব্যাঙ্কটি ২ বছরেরও বেশি সময়ের জন্য সাধারণ নাগরিকদের ৮.১ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৮.৮ শতাংশ হারে সুদের হার দিচ্ছে। তবে শুধু এই ব্যাঙ্কটিই নয়, তালিকায় রয়েছে আরও দু’টি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। যারা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে দুর্দান্ত সুদের হার প্রদান করে। চলুন জেনে নিই সেগুলি সম্পর্কে।


ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Unity Small Finance Bank):

এই তালিকায় থাকা দ্বিতীয় ব্যাঙ্কটির নাম হল ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক তার গ্রাহকদের ১৮১ দিন এবং ৫০১ দিনের মেয়াদে ৯ শতাংশ পর্যন্ত সরাসরি সুদ প্রদান করছে। মূলত, প্রবীণ নাগরিকদের এই ৯ শতাংশ সুদ দেওয়া হলেও সাধারণ নাগরিকদের ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। দেখে নিন ওই ব্যাঙ্কের সুদের হারের তালিকা:

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank):

উল্লেখ্য যে, সাধারণ জনগণের জন্য ৯.০১ শতাংশ সুদ প্রদান করছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। পাশাপাশি, এই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৯.২৬ শতাংশ হারে সুদ প্রদান করছে। অর্থাৎ, পরিসংখ্যান অনুযায়ী এই ব্যাঙ্কের সুদের হার হল সর্বোচ্চ।

 

you may also like

  • by GOBINDA SAHA
  • 2022-10-15 14:13:59
How to increase CIBIL Score fast ???
  • by SANGITA SAHA
  • 2023-01-06 08:57:23
Advertisement
  • by SANGITA SAHA
  • 2022-10-20 15:24:56
How to increase your Credit Card limits