Wed, 17 Dec 2025 12:38:53 +0530

"মা আমি চুরি করিনি"...চুরির অপবাদ মেনে নিতে পারিনি ছোট্টখুদে....  

A Little Boy Attempt To Suside


"মা আমি চুরি করিনি"...চুরির অপবাদ মেনে নিতে পারিনি ছোট্টখুদে....  

  সুইসাইড নোট হাতের লিখে আত্মহত্যা করে সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু দাসের।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজার এলাকায় থাকতো ছোট্ট কৃষ্ণেন্দু। সামান্য চিপস কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল।পাড়ার দোকানে ব্যবসায়ী তখন সম্ভবত ছিলেন না। তাই চিপস না পেয়ে ফিরে চলে আসছিল ৷ হটাৎই সে রাস্তায় একটি চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে। এবং যথারীতি সেটা সেখান থেকে তুলে বাড়ির দিকে ফিরে আসছিলো।তখন সেই দোকানদার কৃষ্ণেন্দু কে দেখে বাইক নিয়ে ধাওয়া করে ওকে ধরে ফেলে। এবং তাকে বাজারে নিয়ে গিয়ে সবার সামনে কান ধরে ওঠবসও করায়। কৃষ্ণেন্দু বারবার বলে যে সে কোনো চিপস এর প্যাকেট চুরি করেনি এবং সে চিপস এর দাম টুকুও দিয়ে দিতে চাইছিলো কিন্তু সেই দোকানদার কোনো কথা শোনেনি।

এই চোর অপবাদ সহ্য করতে না পেরে চাষের জন্য বাড়িতে থাকা কীট*নাশক খে*য়ে নেয় কৃষ্ণেন্দু এবং...

তার আগে সে তার মা কে উদ্দেশ্য করে লেখে—

"মা, আমি বলে যাচ্ছি যে, আমি কুড়কুড়েটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম ৷ চুরি করিনি ৷"

তার কারণ কৃষ্ণেন্দুর মাও তাকে প্রথমে বিশ্বাস করেনি।

মৃতে*র পরিবারের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি বলে জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে।

প্রসঙ্গত জানিয়ে রাখি দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত পেশায় সিভিক ভলান্টিয়ার।

 

you may also like

  • by
  • 2025-08-19 13:31:31
modern bedroom makeover