Sat, 23 Aug 2025 01:19:57 +0530

পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায় নাবালিকা কে ধর্ষণ ...!


পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায় নাবালিকা কে ধর্ষণ ...!  এখনও ত্দন্ত করছে পুলিস ... 

সহপাঠিনীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দশম শ্রেণির এক ছাত্র। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়।

অভিযুক্ত ছাত্র এবং ‘নির্যাতিতা’ ছাত্রীর বাড়ি ডেবরা থানা এলাকায়। স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে তারা। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করা হয় যে, তাদের মেয়েকে ধর্ষণ করেছে ছাত্রটি। অভিযোগ পেয়েই পদক্ষেপ করে পুলিশ। জানা যায়, দুই সহপাঠীর প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি কোনও কারণে তাদের মধ্যে গন্ডগোল হয়। চিড় ধরে সম্পর্কে। তার পরেই ছাত্রটি সহপাঠীর সঙ্গে ওই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ।

নির্যাতিতার পরিবারে বয়ান অনুযায়ী, দিন দুয়েক আগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে উপস্থিত ছিল দু’জনেই। মেয়েটির সঙ্গে কথা বলবে বলে তাকে ডেকে নিয়ে যায় ওই সহপাঠী। তার পর একটি নির্জন জায়গায় গিয়ে মেয়েটিকে সে ধর্ষণ করেছে। নাবালিকা বাড়িতে গিয়ে বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ করা হয়।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এবং ‘নির্যাতিতা’ দু’জনেই অপ্রাপ্তবয়স্ক এবং পরস্পরের পরিচিত। নাবালিকার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে দশম শ্রেণির ছাত্রটিকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্ত নাবালক বলে রবিবার তাকে জুভেনাইল বোর্ডের সামনে হাজির করানো হয়। পুলিশ এ-ও জানিয়েছে, শনিবার রাতেই অভিযুক্তকে বাড়ি থেকে আটক করে আনা হয়ে হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘ওরা পূর্বপরিচিত। একই ক্লাসে পড়াশোনা করে। দু’জনের বাড়িও পাশাপাশি। পুলিশ গতকাল (শনিবার) মেয়েটির পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ করেছে। তদন্ত চলছে।’’

 

you may also like

  • by
  • 2025-08-19 13:31:31
modern bedroom makeover