Wed, 17 Dec 2025 14:12:46 +0530

ফের আতঙ্কে সুন্দরবন.....

Tiger Attack in Sundarban


 ফের আতঙ্কে সুন্দরবন.....

 

ফের বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর, শোকের ছায়া কুলতলিতে

আবারও সুন্দরবনের জঙ্গলে হাড়হিম কাণ্ড। কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই মৎস্যজীবী। নৌকার একেবারে পিছনের দিকে বসেছিলেন তিনি।

 

এবার সুন্দরবনের পিরখালির জঙ্গলের খাঁড়িতে নৌকায় থাকা মৎস্যজীবীর ওপর হামলা প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। মারাত্মক হামলায় গুরুতর জখম হন মৎস্যজীবী অজয় সরদার। পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

you may also like